USA news 24/7
Stay Ahead with the Latest in Business

পাঁচ লাখ টাকার পণ্যবাহী ট্রাক বাজারে এলে তা একস্থানে দাঁড়িয়েই সাত লাখ টাকা হয়ে যায়

বিগত সরকারের সময় নীতিনির্ধারক, আমলা, ব্যবসায়ী সবাই মিলে নিয়ম ভেঙেছেন

0

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জনগণকে স্বস্তি দিতে উৎপাদন খরচ এবং ভোক্তার ব্যয়ের ব্যবধান কমানোর উপর জোর দিয়েছেন।

রোববার(১৫ ডিসেম্বর, ২০২৪) রাজধানীর গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা বলেন, উৎপাদক ও ভোক্তার মাঝখানের বাড়তি দামটা অকারণে হয়। সরবরাহ শৃঙ্খলের মধ্যে কিছু ব্যক্তি অবশ্যই থাকবেন, যারা পণ্য সরবরাহে সহযোগিতা করেন। কিন্তু যখন ৫ লাখ টাকার পণ্যবাহী ট্রাক বাজারে প্রবেশ করে, তখন চাঁদাবাজরা বিভিন্ন পয়েন্টে ৫০০ টাকা করে দাবি করে। এভাবে পাঁচ লাখ টাকার পণ্যবাহী ট্রাক বাজারে এলে তা একস্থানে দাঁড়িয়েই সাত লাখ টাকা হয়ে যায়।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশে দুর্নীতির কথা তুলে ধরে অনুষ্ঠানে সালেহউদ্দিন আহমেদ বলেন, চুরি অনেক দেশেই হয়েছে। তবে বাংলাদেশে এটা এত ব্যাপক যে আপনারা চিন্তাও করতে পারবেন না। এ ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণের ব্যর্থতা আছে। প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস করা হয়েছে। নীতিনির্ধারক, আমলা, ব্যবসায়ী সবাই মিলে নিয়ম ভেঙেছেন।

মধ্যমেয়াদি পরিকল্পনা জরুরি

অনুষ্ঠানে ড. দেবপ্রিয় ভট্টাচার্য আগামী ছয় মাসের মধ্যে বা বাজেটের সময়ের মধ্যে ব্যাংকে তারল্য সংকট বা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একটি সমন্বিত, কার্যকরী এবং আস্থা প্রবর্ধক তৈরির মধ্যমেয়াদী পরিকল্পনার উপর জোর দিয়েছেন।

তিনি বলেন, একটি মধ্যমেয়াদি পরিকল্পনা খুবই জরুরি হয়ে উঠেছে। এই মধ্যমেয়াদি পরিকল্পনা আমাদের আরেকটি বিষয়ে স্বস্তি দিতে পারে। সেটি হল আমাদের সঙ্গে বিদেশীদের সম্পর্ক। যেখান থেকে রেমিট্যান্স প্রবাহিত হয় তাদের দিকেও মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

কনি/জুবায়ের

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html