EMail: corporatenews100@gmail.com
১৪ বছরে নভোএয়ার: টিকিটে ১৪% বিশেষ ছাড়
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর অভ্যন্তরীণ নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
দেশের বেসরকারি বিমান সংস্থাগুলোর মধ্যে অন্যতম নভোএয়ার আগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে সাফল্যের সঙ্গে ১৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এই উপলক্ষে বৃহস্পতিবার থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন আয়োজন ও কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নিতে নভোএয়ার সম্মানিত যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। এক মাসব্যাপী এই অফারে টিকিটের মূল মূল্যে ১৪ শতাংশ ছাড় পাওয়া যাবে। যাত্রীরা নভোএয়ারের বিক্রয় কেন্দ্র, অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে এই সুবিধা উপভোগ করতে পারবেন। অনলাইনে টিকিট কাটার সময় VQANNI14 প্রমোকোড ব্যবহার করলেও মিলবে এই বিশেষ ছাড়।
নভোএয়ারের যাত্রা শুরু হয় ২০১৩ সালের ৯ জানুয়ারি, ঢাকা-চট্টগ্রাম রুটে প্রথম ফ্লাইট পরিচালনার মাধ্যমে। অল্প সময়ের মধ্যেই সময়ানুবর্তিতা, নিরাপত্তা ও মানসম্মত যাত্রীসেবার কারণে দেশীয় আকাশপথে প্রতিষ্ঠানটি যাত্রীদের আস্থার জায়গা করে নেয়।
গত ১৩ বছরে নভোএয়ার এক লাখ ৪২ হাজারেরও বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং আট মিলিয়নের বেশি যাত্রীকে সেবা দিয়েছে। এই সময়ের মধ্যে যাত্রীসেবাকে আরও আধুনিক ও সহজ করতে প্রতিষ্ঠানটি বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে।
দেশের প্রথম বিমান সংস্থা হিসেবে নভোএয়ার চালু করে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, কো-ব্র্যান্ডেড কার্ড, টিকিট ক্রয়ের জন্য মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা। স্মাইলস সদস্যদের জন্য বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ড আউটলেটে বিশেষ ছাড় ও বোর্ডিং পাস প্রিভিলেজ সুবিধাও প্রদান করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যাত্রী, ব্যবসায়িক অংশীদার এবং সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সময়ানুবর্তী ফ্লাইট ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার। তিনি আরও জানান, নানা চ্যালেঞ্জ অতিক্রম করে নভোএয়ার আজ একটি নির্ভরযোগ্য বিমান সংস্থায় পরিণত হয়েছে এবং ভবিষ্যতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে যাত্রীসেবা আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছে।
নভোএয়ার সম্পর্কে বিস্তারিত জানতে যাত্রীরা কল করতে পারেন ১৩৬০৩ নম্বরে অথবা ভিজিট করতে পারেন প্রতিষ্ঠানটির ওয়েবসাইট **www.flynovoair.com**।
করপোরেটনিউজ২৪/