Company News 24
Stay Ahead with the Latest in Business

ব্রাজিলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স নিষিদ্ধ

0

বিশ্ব ডেস্ক:  সম্প্রতি ব্রাজিলে নিষিদ্ধ হল ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স।

দেশটিতে আইনি বিষয়ে প্রতিনিধির নাম দেওয়া বা নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের বিচারকের বেঁধে দেওয়া সময়সীমা পূরণ করতে ব্যর্থ হওয়ায় ব্রাজিলে নিষিদ্ধ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে।

আদালতের সব আদেশ না মানা ও জরিমানা পরিশোধ না করা পর্যন্ত সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মটিকে ‘অবিলম্বে ও পুরোপুরি বন্ধ’ করার নির্দেশ দিয়েছেন বিচারক আলেকজান্দ্রে দে মোরেস।

এই দ্বন্দ্বের শুরু গত এপ্রিলে, সে সময় ভুল তথ্য ছড়ানোর অভিযোগে কয়েক ডজন এক্স অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেন বিচারক।

গত কয়েক বছর ধরেই শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে বিভিন্ন দেশ সম্ভাব্য আইনি জটিলতায় কোম্পানির প্রতিনিধিত্ব করার জন্য কাউকে স্থায়ী নিয়োগ করার শর্ত জুড়ে দিচ্ছে।

এ রায়ের প্রতিক্রিয়ায় এক্স-এর মালিক ইলন মাস্ক বলেন, “বাক স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি ও ব্রাজিলের একজন অনির্বাচিত মেকি বিচারক রাজনৈতিক উদ্দেশ্যে একে ধ্বংস করছেন।”

কনি/মেহেরাব

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html