Company News 24
Stay Ahead with the Latest in Business

ব্যাংক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই-গভর্নর

ছোট আমানতকারীরা ব্যাংক দেউলিয়া হলে তাদের টাকা দ্রুত ফেরত পাবেন

0

করপোরেট নিউজ ২৪:  বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংক খাতের অবস্থা যাই হোক না কেন, গ্রাহকদের কোনো ক্ষতি হবে না। রোববার (৮ সেপ্টেম্বর ২০২৪) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশার বাণী দিয়েছেন।তিনি বলেন,  ছোট আমানতকারীরা কোন ব্যাংক দেউলিয়া হলে তাদের টাকা দ্রুত ফেরত পাবেন।

তিনি উল্লেখ করেন, যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায়, তাহলে ওই ব্যাংকের ৯৫ শতাংশ আমানতকারীর টাকা সাথে সাথেই ফেরত দেয়া হবে। এছাড়া, আমানত বীমা স্কিমের আওতা দ্বিগুণ করার মাধ্যমে এই সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

ড. আহসান এইচ মনসুর আরও জানান, আমরা আমানত বীমার পরিমাণ ১ লাখ থেকে ২ লাখ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি, যার ফলে প্রায় ৯৫ শতাংশ আমানতকারী সম্পূর্ণ নিরাপদ থাকবেন। তবে, তিনি সতর্ক করে বলেন, পৃথিবীর কোনো দেশই ১০০ শতাংশ আমানতকারীর টাকার গ্যারান্টি দিতে পারে না, আমরাও পারবো না। তবে ছোট আমানতকারীরা ব্যাংক দেউলিয়া হলে তাদের টাকা দ্রুত ফেরত পাবেন।

তিনি আরও বলেন, বর্তমানে ব্যাংক খাতে সংস্কার শুরু হয়েছে এবং কিছু অগ্রগতি হয়েছে। আমাদের প্রধান লক্ষ্য হলো আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করা। তাই তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি, তবে কিছু ব্যক্তির অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তিনি বলেন, ব্যবসায়ী প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দ করতে চাই না, কারণ এতে কর্মসংস্থান ও উৎপাদনে প্রভাব পড়বে।

গভর্নর আরও আশ্বাস দেন যে, ব্যাংক খাতে পরিবারতন্ত্র ভাঙার উদ্যোগ নেয়া হবে।

কনি/মনির

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html