EMail: corporatenews100@gmail.com
করপোরেট নিউজ২৪ : ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানের ফলে সরকারের পতনের দিন ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। এদিনকে জাতীয় দিবস হিসেবে পালনের কথা ভাবা হচ্ছে।
এছাড়া, ঐতিহাসিক ৭ মার্চসহ আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। গত সেপ্টেম্বর মাসে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে, শিগগিরই একটি পরিপত্র জারি করা হবে।
বাতিল হতে যাওয়া দিবসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
– ৭ মার্চ
– ৪ নভেম্বর (জাতীয় সংবিধান দিবস)
– ১২ ডিসেম্বর (স্মার্ট বাংলাদেশ দিবস)
– ১৭ মার্চ (বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস)
– ৫ আগস্ট (শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী)
– ৮ আগস্ট (বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী)
– ১৫ আগস্ট (বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী)
– ১৮ অক্টোবর (শেখ রাসেল দিবস)
৫ আগস্টের নামকরণ এবং উদ্যাপনের পদ্ধতি সম্পর্কে উপদেষ্টা পরিষদে আলোচনা চলবে বলে জানা গেছে।
কনি/মনির