USA news 24/7
Stay Ahead with the Latest in Business

বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর কাতারে কিং আবদুলআজিজ বিমানবন্দর

0

সৌদি আরবের কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ২০২৫ সালে নতুন ইতিহাস গড়েছে। এক বছরে বিমানবন্দরটি ব্যবহার করেছেন ৫ কোটি ৩৪ লাখ যাত্রী, যা দেশটিতে বিমান চলাচল শুরুর পর থেকে কোনো সৌদি বিমানবন্দরে সর্বোচ্চ যাত্রীসংখ্যার রেকর্ড। এর মাধ্যমে বিশ্বের মেগা বিমানবন্দরগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে জেদ্দাভিত্তিক এই বিমানবন্দর—জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (SPA)।

প্রতিবেদনে বলা হয়, বছরজুড়ে বিমানবন্দরটি মোট ৩ লাখ ১০ হাজার ফ্লাইট পরিচালনা করেছে এবং ৬ কোটি ৪ লাখ ব্যাগেজ হ্যান্ডেল করেছে, যা ২০২৪ সালের তুলনায় ১২ শতাংশ বেশি। পাশাপাশি ৯৫ লাখ ৭০ হাজার জমজম পানির কনটেইনার এবং ২ হাজার ৯৬৮টি কার্গো ফ্লাইট পরিচালিত হয়েছে।

এই অর্জন বিমানবন্দরটির গুণগত রূপান্তর, আঞ্চলিক হাব হিসেবে অবস্থান এবং বিশ্বে সৌদি আরবের প্রধান প্রবেশদ্বার হিসেবে এর গুরুত্বকে তুলে ধরে। একই সঙ্গে হজ ও ওমরাহ যাত্রীসহ পর্যটকদের যাতায়াত সহজ করা, পর্যটন উন্নয়ন এবং ভিশন ২০৩০-এর লক্ষ্য অনুযায়ী অর্থনৈতিক বৈচিত্র্যকরণে এর ভূমিকা স্পষ্ট হয়েছে।

জেদ্দাহ এয়ারপোর্টস কোম্পানির সিইও মাজেন জোহার বলেন, এক বছরে ৫ কোটি ৩৪ লাখ যাত্রী পরিবহন বিমানবন্দরের উচ্চ অপারেশনাল সক্ষমতার প্রমাণ এবং ভবিষ্যতে—ইনশাআল্লাহ—এই সংখ্যা দ্বিগুণ করার পরবর্তী ধাপে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি জানান, সর্বশক্তিমান আল্লাহর কৃপা, প্রজ্ঞাবান নেতৃত্বের দিকনির্দেশনা এবং পরিবহন ও লজিস্টিকস মন্ত্রী, জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের সভাপতি এবং এয়ারপোর্টস হোল্ডিং কোম্পানির সিইওর ধারাবাহিক তত্ত্বাবধান ছাড়া এই জাতীয় অর্জন সম্ভব হতো না।

মাজেন জোহার আরও বলেন, সম্প্রসারণ, সক্ষমতা বৃদ্ধি এবং সেবা উন্নয়নের মাধ্যমে কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর অঞ্চলটির একটি প্রধান এভিয়েশন হাব হিসেবে নিজের অবস্থান আরও শক্তিশালী করছে, যা এভিয়েশন প্রোগ্রাম ও ভিশন ২০৩০-এর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি সরকারি ও বেসরকারি খাতের সব অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের সমন্বিত প্রচেষ্টায় যাত্রীদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

করপোরেট নিউজ২৪/এইচএইচ

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html