EMail: corporatenews100@gmail.com
বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশনের (বিএসএএ) ২০২৫–২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার মক্কা মদিনা ট্রেড সেন্টারের তৃতীয় তলায় এসোসিয়েশনের নিজস্ব কনফারেন্স রুমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিএসএএ’র পরিচালনা বোর্ডে মোট ২৪টি পদ রয়েছে—একজন চেয়ারম্যান, দুইজন সিনিয়র ভাইস চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান, জেনারেল ক্যাটাগরির ১৩ জন এবং এসোসিয়েট ক্যাটাগরির ৬ জন পরিচালক। নির্বাচনের ফলাফল রাতেই ঘোষণা করা হবে বলে জানা গেছে।
উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে নির্বাচন বোর্ড একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সংগঠনের সদস্যদের মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রতি ব্যাপক আগ্রহ দেখা গেছে।
সূত্র জানিয়েছে, এসোসিয়েশনের মোট সদস্য সংখ্যা ৫৩০ জন। নতুন বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী এবারের নির্বাচনে শুধুমাত্র শিপিং এজেন্সির মালিক বা শেয়ারহোল্ডাররাই প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন। আগে মালিকের অনুমোদনে প্রতিষ্ঠানের জিএম, ম্যানেজারসহ শীর্ষ কর্মকর্তারাও নির্বাচনে অংশ নিতে পারতেন, তবে নতুন বিধিমালায় সেই সুযোগ আর নেই।
পড়ুন আগের নিউজ : বিএসএএ এর দ্বি-বার্ষিক নির্বাচন ২৮ ডিসেম্বর
করপোরেটনিউজ২৪/ আরিয়ান চৌধুরী