EMail: corporatenews100@gmail.com
করপোরেট প্রতিবেদক: বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশন ( বিএসএএ) এর দ্বি-বার্ষিক নির্বাচন ২৮ ডিসেম্বর ২০২৫। ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের লক্ষ্যে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশন, মক্কা মদিনা ট্রেড সেন্টার (৩য় তলা), ৭৮, আগ্রাবাদ বা/এ, চট্টগ্রাম কার্যালয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
নৌপরিবহন অধিদপ্তরের সাবেক ডিজি কমডোর (অব) এ জেড এম জালাল উদ্দিন, (সি), বিএসপি, পিসিজিএম, এনডিসি, পিএসসি, বিএন, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান।
নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে।

নির্বাচনে ঐক্য পরিষদের পরিচালক প্রার্থী এস এম এনামুল করিম ( কন্টেইনার ওর্য়াল্ডওয়াইড এক্সপ্রেস বিডি লিমিটেড) নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, চট্টগ্রাম বন্দরে অতিমাত্রায় ট্যারিফ বৃদ্ধি সহ নানাবিধ চলমান সংকট নিরসনে এবং সদস্যদের ন্যায্য অধিকার সংরক্ষণে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর বিএসএএ নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠন এখন সময়ের অত্যাবশ্যক দাবি।
আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, মূল্যবান ভোট ও সহযোগিতার মাধ্যমে আমাদের প্রিয় সংগঠন বিএসএএ নতুন প্রাণ ফিরে পাবে এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।
কনি/এসজিএন