USA news 24/7
Stay Ahead with the Latest in Business

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের নির্বাচন ২০২৫ সম্পন্ন

0

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের (বিএসএএ) দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৮ ডিসেম্বর চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় বিএসএএ’র কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে গণনার পর নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এবারের নির্বাচনে ভোটার ছিলেন ১৬১ জন। তবে ভোট দিয়েছেন ৮৩ জন।

চেয়ারম্যান

নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাফ মেরিন সার্ভিসেসের ক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন চৌধুরী।

সিনিয়র ভাইস চেয়ারম্যান

নির্বাচনে দুইজন সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কে এম সি শিপিং লাইনের আজিম রহিম চৌধুরী এবং ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সেভেন সিস শিপিং লাইনসের মো. আলি আকবর।

ভাইস চেয়ারম্যান

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মার্স শিপিং এন্ড লজিস্টিকসের ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এবং ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ এ শিপিং সার্ভিসেসের মোহাম্মদ মশিউল আলম।

পরিচালক জেনারেল ক্যাটাগরি

নির্বাচনে জেনারেল ক্যাটাগরিতে ১৩ জন জয়ী পরিচালকের মধ্যে আর্গো শিপিং সার্ভিসেস লিমিটেডের ক্যাপ্টেন মোহাম্মদ আলী পেয়েছেন ৭৫ ভোট, এশিয়াবাল্ক মেরিটাইম প্রাইভেট লিমিটেডের অঞ্জন মজুমদার ৭৪ ভোট, এভার চিয়ার শিপিং লাইন্সের মোহাম্মদ শাফিউল আলম ৭৪ ভোট, এইচসি মেরিন লিমিটেডের নূর উন নবী ৭৪ ভোট, কন্টেনার ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস (বিডি) লিমিটেডের এসএম. এনামুল করিম ৭৩ ভোট,

বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
পরিচালক জেনারেল ক্যাটাগরি

 

গো পোর্ট শিপিং অ্যান্ড ট্রেডিংয়ের মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী ৭৩ ভোট, মাল্টিমুভ শিপিং এন্ড ট্রেডিং লিমিটেডের মোহাম্মদ আবদুল কুদ্দুস ৭৩ ভোট, ওশান কিং কন্টেনার লাইন্সের মো. আনোয়ার হোসেন খান (হাসান) ৭৩ ভোট, এস.কে. শিপিং বিডি’র এ. টি. এম. জাহিরুল ইসলাম ৭৩ ভোট, কেএসএম শিপিং এজেন্সিজ (প্রা.) লিমিটেডের কাজী মনসুর উদ্দিন ৭২ ভোট, ইউনাইটেড সি ট্রান্সপোর্ট কোম্পানির সারফরাজ কাদের ৭২ ভোট, আমান শিপিং এজেন্সির মো. আনোয়ারুল কবির কামরুল ৬৯ ভোট এবং শামসে জোহাক শিপিং লিমিটেডের আকিব হাসনাত ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

পরিচালক এসোসিয়েট ক্যাটাগরি

অন্যদিকে এসোসিয়েট ক্যাটাগরিতে ৬জন বিজয়ী হলেন– সমুন্দা শিপিং লাইন্স লিমিটেডের মাসুদ আহমেদ ৭৮ ভোট, এডমিরাল শিপিং লাইন্স লিমিটেডের মোহাম্মদ শাহিন ৭৭ ভোট, পার্ক শিপিং লাইনের মো. হুমায়ুন কবির পাটোয়ারী ৭৭ ভোট, প্রাইমেক্স লজিস্টিকস ইন্টারন্যাশনালের ফরহাদ আলম চৌধুরী ৭৬ ভোট, মেরিটাইম সার্ভিসেস লিমিটেডের মুয়াম্মার আহমদ ৭৫ ভোট, এবং সাউথ ইস্ট মেরিটাইমের মো. মনসুর আলী ৭২ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান কমোডোর (অব.) এ জেড এম জালাল উদ্দিন জানান, আদালতের নির্দেশনা অনুসরণ করে একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়।

করপোরেট নিউজ২৪/ এইচএইচ

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html