USA news 24/7
Stay Ahead with the Latest in Business

৩০ লাখেরও বেশি করদাতা ই-রিটার্ন জমা দিয়েছেন

0

চলতি করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত ৩০ লাখেরও বেশি করদাতা ই-রিটার্ন জমা দিয়েছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ২০২৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

এনবিআর জানায়, ২০২৫-২৬ করবর্ষে নির্ধারিত সময়ের মধ্যে (৩১ ডিসেম্বর পর্যন্ত) ৩০ লাখের বেশি ব্যক্তি অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। এ বছর বিশেষ আদেশের মাধ্যমে অধিকাংশ ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিক, শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য নয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ২০২৫-২৬ করবর্ষের ই-রিটার্ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন এবং ৩০ লাখের বেশি করদাতা ইতোমধ্যে রিটার্ন জমা দিয়েছেন। লক্ষ্যণীয় বিষয় হলো—যাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক নয়, তারাও স্বেচ্ছায় ই-রিটার্ন দাখিল করছেন।

মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন, সেপ্টেম্বরে ৩ লাখ ১ হাজার ৩০২ জন, অক্টোবরে ৪ লাখ ৫৪ হাজার ৭৬ জন, নভেম্বরে ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন এবং ডিসেম্বর মাসে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। আগের বছর একই সময়ে এই সংখ্যা ছিল ১০ লাখ ২ হাজার ২৯৮ জন। করদাতাদের সুবিধার্থে সরকার রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করেছে। এনবিআর আশা করছে, বর্ধিত সময়ের মধ্যে এ বছর ৪০ লাখেরও বেশি করদাতা ই-রিটার্ন জমা দেবেন।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও, পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানা ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠালে তাদের ই-মেইলে প্রয়োজনীয় তথ্য পাঠানো হচ্ছে। এর মাধ্যমে প্রবাসী করদাতারাও সহজে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন। পাশাপাশি, করদাতার পক্ষে তাদের অনুমোদিত প্রতিনিধিরাও এ বছর অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন।

এনবিআর জানায়, কোনো ধরনের কাগজপত্র আপলোড ছাড়াই করদাতারা তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য সিস্টেমে প্রদান করতে পারছেন। ঘরে বসেই ডেবিট বা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (যেমন বিকাশ, নগদ) ব্যবহার করে অনলাইনে কর পরিশোধ করা যাচ্ছে। রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে গ্রহণপত্র ও আয়কর সনদ প্রিন্ট করার সুবিধাও মিলছে। দাখিলকৃত রিটার্নে কোনো ভুল থাকলে ১৮০ দিনের মধ্যে অনলাইনে সংশোধিত রিটার্ন জমা দেওয়া যাচ্ছে। এ পর্যন্ত প্রায় ৩০ হাজার করদাতা সংশোধিত রিটার্ন দাখিল করেছেন।

ই-রিটার্ন প্রক্রিয়া আরও সহজ করতে এনবিআর করদাতা, আয়কর আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট ও চার্টার্ড সেক্রেটারিদের প্রশিক্ষণ দিয়েছে। পাশাপাশি সহায়তার জন্য ০৯৬৪৩-৭১৭১৭১ নম্বরে একটি কল সেন্টার চালু রয়েছে। এছাড়া www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের ই-ট্যাক্স সার্ভিস অপশনের মাধ্যমে লিখিতভাবে সমস্যার সমাধান নেওয়া যাচ্ছে। দেশের সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্পডেস্ক থেকেও অফিস সময়ের মধ্যে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

এনবিআর সকল ব্যক্তি শ্রেণির করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য অনুরোধ জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html