USA news 24/7
Stay Ahead with the Latest in Business

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৭ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামে সম্মিলিত পরিষদের মতবিনিময় সভা

0

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা)র  নির্বাচন ১৭ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে

বাফার চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের সঙ্গে সম্মিলিত পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ডিসেম্বর চট্টগ্রামের আগ্রাবাদে  একটি হোটেলের হলরুমে এই সভার আয়োজন করা হয়।

এতে বাফার বিপুল সদস্য উপস্থিত ছিলেন। তারা সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা, প্রত্যাশা ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ সময় ফ্রেইট ফরওয়ার্ডিং খাতের বিদ্যমান সমস্যা, কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট জটিলতা নিরসন, ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে সম্মিলিত পরিষদের পরিকল্পনা উপস্থাপন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন সম্মিলিত পরিষদের প্রেসিডেন্ট প্রার্থী ও ইইউআর লজিস্টিকস সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবরারুল আলম।

তিনি বলেন, বাফাকে আধুনিক, শক্তিশালী ও সদস্যকেন্দ্রিক সংগঠনে রূপ দেওয়াই তাদের লক্ষ্য। দেশের আমদানি-রপ্তানির প্রধান কেন্দ্র চট্টগ্রাম বন্দর হওয়ায় এখানকার ফ্রেইট ফরওয়ার্ডারদের স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে চট্টগ্রামে বাফার নিজস্ব ভবন নির্মাণ করা হবে এবং দীর্ঘদিনের অডিট জটিলতা দূর করে সংগঠনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। পাশাপাশি সদস্যসেবা সহজ করতে চট্টগ্রাম কাস্টমস হাউজে বাফার একটি হেল্পডেস্ক চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সৈয়দ মো. বখতিয়ার বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় ভূমিকার মাধ্যমে বাফার সক্ষমতা আরও বাড়ানো হবে।

ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ফারহান এ আলম খান তাঁর বক্তব্যে বলেন, তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি, সদস্যদের পেশাগত সুরক্ষা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করাই তাদের অন্যতম অগ্রাধিকার।

এ সময় আরও বক্তব্য রাখেন বাফার সাবেক পরিচালক আখতার কামাল চৌধুরী, মাহবুবুর রহমান ও মোহাম্মদ শাহ আলম। পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও সভায় মতামত দেন। তাঁদের মধ্যে ছিলেন কোয়ালিটি শিপিং লাইনের স্বত্বাধিকারী নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ সাইফুদ্দিন, অফশোর শিপিং লাইনের স্বত্বাধিকারী কাজী ইকবাল আহমেদ, ইউরোম্যাক্স লজিস্টিকস লিমিটেডের চেয়ারম্যান ফখরুল আকবর, আনোয়ার হোসেন এবং আরিয়ান গ্লোবাল লজিস্টিকসের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইইউআর লজিস্টিকস সার্ভিস লিমিটেডের পরিচালক মোহাম্মদ রফিউল ইসলাম মারুফ, অক্টাগন ট্রেড ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা তারেকুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বক্তারা সম্মিলিত পরিষদের নেতৃত্বে বাফার অতীত অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনার ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন এবং চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের ঐক্যবদ্ধভাবে সম্মিলিত পরিষদের পাশে থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে উপস্থিত সদস্যরা সম্মিলিত পরিষদের প্রার্থীদের প্রতি সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন।

করপোরেটনিউজ২৪/এইচএইচ

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html