USA news 24/7
Stay Ahead with the Latest in Business

জিপিএইচ ইস্পাতের ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

0

জিপিএইচ ইস্পাত লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার, ৩১ ডিসেম্বর সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মো. আলমগীর কবির।

অনলাইন এই সভায় উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আশরাফুজ্জামান, মো. আব্দুল আহাদ, মো. আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক শফিউল আলম খান চৌধুরীসহ অন্যান্য পরিচালকবৃন্দ। এছাড়াও গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার মো. মোক্তার হোসেন তালুকদার এফসিএ, নির্বাহী পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) কামরুল ইসলাম এফসিএ, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এইচ এম আশরাফউজ্জামান এফসিএ এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার, ব্যাংকার ও অন্যান্য স্টেকহোল্ডার ভার্চুয়ালি সভায় যুক্ত হন। কোম্পানি সচিব মো. মোশাররফ হোসেন সভার কার্যক্রম পরিচালনা করেন।

সভায় ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের কোম্পানির আর্থিক বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। একই সঙ্গে উক্ত অর্থবছরের জন্য স্পন্সর ও পরিচালক ছাড়া সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থাপিত অন্যান্য প্রস্তাবনাও শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে গৃহীত হয়।

স্বাগত বক্তব্যে চেয়ারম্যান মো. আলমগীর কবির বলেন, ২০২৪–২০২৫ অর্থবছরে বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক অস্থিরতা, উচ্চ সুদের হার এবং মূল্যস্ফীতির চাপ থাকা সত্ত্বেও জিপিএইচ ইস্পাত উৎপাদন দক্ষতা বৃদ্ধি, ব্যয় ব্যবস্থাপনা ও পণ্যের মান বজায় রাখার বিষয়ে অটল ছিল। তিনি জানান, ভবিষ্যতেও উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন, গুণগত মান নিশ্চিতকরণ এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে, যা দীর্ঘমেয়াদে শেয়ারহোল্ডারদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, সরকারি প্রকল্প বন্ধ থাকা এবং বেসরকারি ও আধা-সরকারি খাতে নির্মাণ কার্যক্রমের ধীরগতির কারণে নির্মাণ সামগ্রী, বিশেষ করে এমএস রডের অভ্যন্তরীণ চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই পরিস্থিতি উৎপাদনকারীদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করলেও জিপিএইচ ইস্পাত দেশের নির্মাণ খাতের মান উন্নয়ন ও স্টেকহোল্ডারদের দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, জিপিএইচ ইস্পাতের উন্নতমানের ৬০০ গ্রেড রিবার খরচ-সাশ্রয়ী, টেকসই এবং ভূমিকম্প সহনশীল হওয়ায় জাতীয় অবকাঠামো উন্নয়নে নতুন মানদণ্ড স্থাপন করেছে। পাশাপাশি ‘জিপিএইচ ওয়ান’ ব্র্যান্ডের আওতায় কাস্টমাইজড কাট-এন্ড-বেন্ড সেবার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন আরও দ্রুত, নিরাপদ ও নির্ভুল হচ্ছে।

আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ফরচুন ৫০০ তালিকাভুক্ত সিআরএইচ-এর সহযোগী প্রতিষ্ঠান লেভিয়াটের সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্বমানের মেকানিক্যাল কাপলার, প্রিকাস্ট ও পোস্ট-টেনশনিং এক্সেসরিজ এবং আধুনিক ভবন নির্মাণে ব্যবহৃত গ্লাস ফ্যাসাদ এক্সেসরিজ সরবরাহ করা হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ অবকাঠামোকে আরও নিরাপদ ও ভূমিকম্প সহনশীল করতে সিসমিক বেস আইসোলেশন সিস্টেম নিয়েও কাজ চলছে।

তিনি কোম্পানির প্রতি আস্থা ও সমর্থনের জন্য শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, গ্রাহক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক অংশীদার, সরকারি কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বলেন, জিপিএইচ ইস্পাতে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ এবং ভবিষ্যতেও এর স্থায়িত্ব বজায় থাকবে। তিনি জানান, উৎপাদন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিক্রয় ও বিপণন কার্যক্রম আরও সম্প্রসারণে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা নিরলসভাবে কাজ করছে।

সভায় স্বতন্ত্র পরিচালক শফিউল আলম খান চৌধুরীও বক্তব্য প্রদান করেন এবং কোম্পানির সার্বিক অগ্রযাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

করপোরেটনিউজ২৪/এইচএইচ

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html