EMail: corporatenews100@gmail.com
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দাতব্য চিকিৎসালয়। গতকাল শুক্রবার বাদে জুম্মা আকবর শাহ থানাধীন ঈগল স্টার রোডে এই দাতব্য চিকিৎসালয় উদ্বোধন করা হয়। ফলক উন্মোচন করে ও মোনাজাতের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া দাতব্য চিকিৎসালয় উদ্বোধন করেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, সমাজসেবক মোহাম্মদ সরোয়ার আলম।
এ উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। অনুষ্ঠানে আলোচনা করেন মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সমাজসেবক নেছার আহমদ, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, সমাজসেবক ডা. মেজবাহউদ্দিন তুহিন, সমাজসেবক আব্দুল মাবুদ, ডা. সোহেলা আক্তার, সমাজসেবক নওশাদ আলী, মাওলানা জিয়াউল হক ও মাওলানা মো. ইমরান।
এসময় মোহাম্মদ সরোয়ার আলম বলেন, মানবতার সেবাই আমাদের একমাত্র লক্ষ্য। গরিব ও দোস্তদের সেবার জন্য দাতব্য চিকিৎসালয় চালু করা হলো। সপ্তাহে ছয় দিন রোগী দেখা হবে। এতে বিনামূল্যে চিকিৎসাসহ ওষুধপত্র সরবরাহ করা হবে।
সভাপতির বক্তব্যে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, আমরা এ যাবত ১১৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে মানবসেবা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানের মধ্যে বিশ্ববিদ্যালয় কলেজ, কলেজ, উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, মসজিদ, দাতব্য চিকিৎসালয়সহ বহুবিধ সেবাধর্মী প্রতিষ্ঠান রয়েছে। তিনি সকলকে এ সকল সেবাধর্মী কাজে সহযোগিতার আহ্বান জানান। উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইমরান। পরে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।
করপোরেটনিউজ২৪/এইচএইচ