প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেছেন,এই বিশ্ববিদ্যালয়ে শুধু লেখাপড়া হয় না, তার পাশাপাশি কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসও হয়। সুতরাং এখানে তোমাদের অধ্যয়ন সুখকর হবে, এ-ব্যাপারে আমি নিশ্চিত।
ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে নবীনদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষ্যে এক বর্ণাঢ্য ও আনন্দঘন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
গত ৮ জানুয়ারি ২০২৬ প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইংরেজি বিভাগের বিএ (অনার্স) ৪৭তম ব্যাচের বরণ এবং ৪০তম ব্যাচের বিদায় উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি আশা রাখি, তোমাদের ভবিষ্যত উজ্জ্বল হবে এবং তোমাদের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম সবদিকে ছড়িয়ে পড়বে।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর জনাব সাদাত জামান খান, ৪৭তম ব্যাচের কো-অর্ডিনেটর শাহনাজ পারভীন সিঁথি, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাডিশনাল ডিরেক্টর (ইটিএল) গাজী শাহাদাত হোসেন, ৪১তম ব্যাচের কো-অর্ডিনেটর জনাব সুমিত চৌধুরী, ৪০তম ব্যাচের কো-অর্ডিনেটর সৈয়দা সালমা আখতার, এডভয় বাংলাদেশের প্রতিনিধি জনাব আতিক রাহাত রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী মো. জামসেদ হোসেন ও তাসমিয়া আল শিরোপা।
কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম তাঁর বক্তব্যে ইংরেজি সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, সাহিত্য মানুষকে সংবেদনশীল ও মানবিক করে তোলে। তিনি শিক্ষার্থীদের পাঠ্যসূচির বাইরেও বহুমাত্রিক জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বিদায়ী শিক্ষার্থীদেরকে প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাম্বাসেডর হিসেবে আখ্যায়িত করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী ক্যাম্পাসে শৃঙ্খলা ও শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাডিশনাল ডিরেক্টর (ইটিএল) গাজী শাহাদাত হোসেন বলেন, গুণগত শিক্ষার সঙ্গে প্রযুক্তি ও দক্ষতার সমন্বয় শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে সহায়তা করবে।
সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দিন নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে অর্জিত জ্ঞান, মূল্যবোধ ও শৃঙ্খলা যেন তাঁদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে আলোকবর্তিকা হয়ে থাকে।
অনুষ্ঠানে ইংরেজি বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
করপোরেটনিউজ২৪/এইচএইচ