USA news 24/7
Stay Ahead with the Latest in Business

চট্টগ্রামেই মিলছে চীনের আধুনিক চিকিৎসা: নতুন দিগন্তে মেডিকেল ট্যুরিজম

0

চিকিৎসার উন্নত সেবা পেতে প্রতিবছর চট্টগ্রাম থেকে বিপুল সংখ্যক রোগী বিদেশমুখী হন। বিশেষ করে চীনের আধুনিক চিকিৎসা ব্যবস্থা, উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। এতদিন এই সেবার কার্যক্রম মূলত রাজধানী ঢাকাকেন্দ্রিক থাকলেও এবার চট্টগ্রামবাসীর জন্য খুলে গেল নতুন এক সম্ভাবনার দরজা।

চট্টগ্রামভিত্তিক ট্রেফেল কনসালটেন্সি ফার্ম সম্প্রতি চীনের দুটি স্বনামধন্য হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর ফলে এখন থেকে চট্টগ্রাম থেকেই চীনের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন রোগীরা। জিইসি মোড়ের এরিয়েল লিজেন্ড ভবনে অবস্থিত ট্রেফেলের অফিস থেকেই এই সেবা কার্যক্রম শুরু হয়েছে।

চুক্তিবদ্ধ হাসপাতাল দুটি হলো—শেনঝেন হেংসেন হাসপাতাল এবং গুয়াংঝু ফোসান চেনচেং হাসপাতাল। এই হাসপাতালগুলো তাদের বিশেষায়িত চিকিৎসা, আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। চট্টগ্রামের রোগীরা এখন এসব হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কল ও টেলিমেডিসিনের মাধ্যমে প্রাথমিক পরামর্শ নিতে পারবেন, যা আগে ছিল কেবল ঢাকাকেন্দ্রিক।

ট্রেফেল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ম্যানেজার মোহাম্মদ মামুন জানান, আগ্রহী রোগীরা তাদের চিকিৎসা সংক্রান্ত প্রেসক্রিপশন ও পরীক্ষার রিপোর্ট জমা দিলে তা বিশ্লেষণ করে চীনের হাসপাতালে পাঠানো হবে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রোগীর জন্য একটি বিস্তারিত চিকিৎসা পরিকল্পনা পাওয়া যাবে। এতে থাকবে সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি, চিকিৎসার সময়কাল এবং আনুমানিক ব্যয়ের ধারণা। ফলে রোগী নিজ বাড়িতে বসেই সিদ্ধান্ত নিতে পারবেন বিদেশে চিকিৎসা নেবেন কি না।

যদি রোগী চীনে গিয়ে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে ট্রেফেল কনসালটেন্সি ফার্ম এবং ট্রেফেল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যৌথভাবে সম্পূর্ণ প্রক্রিয়ার দায়িত্ব নেবে। ভিসা আবেদন থেকে শুরু করে বিমান টিকিট, হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট, অ্যাটেনডেন্টের ভিসা, চীনে পৌঁছানোর পর ট্রান্সপোর্ট, ভাষা অনুবাদ, থাকা ও খাওয়ার ব্যবস্থাসহ সবকিছুই থাকবে এই ওয়ান-স্টপ সার্ভিসের আওতায়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে চীনের হাসপাতালগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ট্রেফেল কনসালটেন্সি ফার্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উভয় পক্ষই ভবিষ্যতে চট্টগ্রামে চীনা বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে আরও বড় পরিসরে বিনামূল্যের চিকিৎসা সেবা আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এই উদ্যোগ চট্টগ্রামবাসীর জন্য শুধু একটি নতুন সেবা নয়, বরং এটি মেডিকেল ট্যুরিজমে একটি যুগান্তকারী পরিবর্তন। এখন থেকে উন্নত চিকিৎসার জন্য আর ঢাকামুখী হতে হবে না—চট্টগ্রাম থেকেই খুলে গেল চীনের আধুনিক চিকিৎসার পথ।

করপোরেটনিউজ২৪/ এইচএইচসি

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html