Company News 24
Stay Ahead with the Latest in Business

এলপিজি গ্যাসের দাম 2024

0

করপোরেট নিউজ24 :  বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ভোক্তাপর্যায়ে ৪৪ টাকা বাড়িয়ে এক হাজার ৪২১ টাকা নির্ধারণ করেছে।

সোমবার(সেপ্টেম্বর ২, ২০২৪) সন্ধ্যা ৬টা থেকে ঘোষিত নতুন দর কার্যকর হয়েছে।

 

আজকের এলপিজি গ্যাসের দাম কত(এলপিজি গ্যাস প্রাইস টুডে)

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি কেজি এলপিজির দাম ১১৮ টাকা ৪৪ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ১১৪ টাকা ৭৯ পয়সা।

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম পড়বে প্রতি লিটার ৬৫ টাকা ২৬ পয়সা, যা গত মাসে ছিল ৬৩ টাকা ২১ পয়সা।

এর আগে গত ৪ আগস্ট ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়। এর আগের মাসে এই দাম বাড়ানো হয়েছিল ৩ টাকা। সেসময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৬৬ টাকা।

 

এলপিজি মানে কী : Liquefied Petroleum Gas (LPG) বা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস।

 

 

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html