Company News 24
Stay Ahead with the Latest in Business

ফরিদপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ভারতীয় নাগরিক গ্রেফতার

0

করপোরেট নিউজ ২৪ :  ফরিদপুরের ভাঙ্গা বাজারে হরি মন্দির ও কালী মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন হিসেবে সঞ্জিত বিশ্বাস (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ফরিদপুর জেলা পুলিশ সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, সঞ্জিত বিশ্বাস ভারতের নদিয়া জেলার বাসিন্দা এবং নিশিকান্ত বিশ্বাসের ছেলে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত শনিবার রাতে ভাঙ্গা বাজারের হরি মন্দির ও কালী মন্দিরে নির্মাণাধীন প্রতিমাগুলোতে ভাঙচুর চালানো হয়। রবিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রাত সাড়ে ৮টায় পুলিশ সুপার মো. আব্দুল জলিল ঘটনাস্থলে গিয়ে প্রতিমার বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় দেখতে পান। হরি মন্দিরের কার্তিক ঠাকুরের আঙুল, ময়ূরের গলা, ঘোড়ার কান ও আঙুল, এবং কালী মন্দিরের গণেশের হাতের আঙুল ও শুঁড় ভাঙা ছিল। তিনি ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তদন্তের সময় কালী মন্দিরের সামনে পরিত্যক্ত একটি খাটের উপর শোয়া দুই ব্যক্তিকে দেখা যায়। তাদের একজনকে স্থানীয়রা চিনলেও অন্যজন নিজের পরিচয় জানাতে ব্যর্থ হন, যা তাকে সন্দেহভাজন করে তোলে। পরবর্তীতে নিবিড় জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম সঞ্জিত বিশ্বাস এবং ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা জানান, সঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তাকে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

কনি/ মনির

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html