USA news 24/7
Stay Ahead with the Latest in Business

স্টার্টআপ তহবিলে অংশগ্রহণ করছে এসবিএসি ব্যাংক

0

উদ্ভাবনী ও নতুন উদ্যোক্তা বিকাশে বাংলাদেশ ব্যাংকের পাঁচশত কোটি টাকার স্টার্টআপ পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণে এক চুক্তিতে স্বাক্ষর করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি ( এসবিএসি ব্যাংক) পিএলসি.।

মঙ্গলবার (৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীর এবং কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এসময়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, এসবিএসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া, ক্রেডিট ডিভিশনের প্রধান মোঃ আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

২০১৩ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি ব্যক্তি, এসএমই, কর্পোরেট ও কৃষি খাতের জন্য বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করে এবং দেশের বিভিন্ন স্থানে এর শাখা ও এটিএম বুথ রয়েছে।

করপোরেটনিউজ২৪/এইচএইচ

 

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html