Company News 24
Stay Ahead with the Latest in Business

জাতীয় বাজেট সংশোধন করা হবে-উপদেষ্টা ড.সালেহউদ্দিন

0

করপোরেট নিউজ২৪ প্রতিবেদন:  অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ বলেছেন,জাতীয় বাজেট সংশোধন করা হবে এবং অবশ্যই অপ্রয়োজনীয় ব্যয় সংকোচনের মাধ্যমে তা যৌক্তিক করা হবে। তিনি বলেন,ইবিপি ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর রপ্তানি তথ্যের মধ্যে যথেষ্ট গরমিল ছিল। আমি তাদের (ইপিবি) শেষ সময় পর্যন্ত রপ্তানির তথ্য সমন্বয় করতে বলেছি। যত তাড়াতাড়ি সম্ভব তা করা হবে। আমি তাদের (ইপিবি) একটি প্রক্রিয়াও তৈরি করতে বলেছি।’

রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে সোমবার(২ সেপ্টেম্বর) এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আজ তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা রপ্তানির তথ্যসহ বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছি।

সমন্বিত রপ্তানি জিডিপি গণনার উপর কোন প্রভাব ফেলবে কিনা-জানতে চাইলে উপদেষ্টা বলেন, জিডিপি সাধারণত উৎপাদন পদ্ধতির উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়, যেখানে ১৯টি খাত যুক্ত থাকে। তিনি আরো বলেন, ‘সুতরাং আশা করি, এটি জিডিপিতে তেমন কোন প্রভাব ফেলবে না।

আরও পড়ুন : সোনার স্মারক মুদ্রার দাম বাড়ল ১০ হাজার টাকা

কনি,মেহেরাব

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html