Company News 24
Stay Ahead with the Latest in Business

লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি

0

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ অক্টোবার) মোট ৪০০ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাক ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার ব্র্যাক ব্যাংক পিএলসির ৩৪ কোটি ৮৭ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসির কোম্পানি ১৬ কোটি ২০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৬৩ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমেটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি, এনবিআর ব্যাংক পিএলসি।

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html