USA news 24/7
Stay Ahead with the Latest in Business

যুক্তরাষ্ট্রে প্রবেশে বি১/বি২ ভিসা, দিতে হবে ১৫ হাজার ডলার বন্ড

0

যুক্তরাষ্ট্র ভ্রমণে এখন অতিরিক্ত আর্থিক নিশ্চয়তার প্রয়োজন পড়তে পারে বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশের নাগরিকের। মার্কিন পররাষ্ট্র দপ্তর নতুন নীতিমালা অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের বি১/বি২ ভিসা পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দিতে হবে।

গত সপ্তাহে ৭টি দেশ যোগ করার পর মঙ্গলবার আরও ২৫ দেশকে তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ফলে বর্তমানে মোট ৩৮টি দেশ এই বন্ডের আওতায় এসেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন সংযুক্ত দেশগুলোর জন্য নীতিটি কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে।

ভিসা বন্ড কীভাবে প্রযোজ্য হবে

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তালিকায় থাকা দেশগুলোর পাসপোর্টধারী কোনো ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসার জন্য যোগ্য হন, তাহলে সাক্ষাৎকারের সময় তাকে ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলারের বন্ড নির্ধারণ করা হবে।
এই বন্ড Pay.gov–এর মাধ্যমে জমা দিতে হবে, এবং আবেদনকারীকে অনলাইনে বন্ড শর্তে সম্মতি প্রদান করতে হবে।

তালিকাভুক্ত দেশগুলোর নাম ও নীতির কার্যকারিতা

যুক্তরাষ্ট্র যে দেশগুলোর জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক করেছে, তাদের মধ্যে রয়েছে—

আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বাংলাদেশ, বেনিন, ভুটান, বতসোয়ানা, বুরুন্ডি, কাবো ভার্দে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কোট দিভোয়ার, কিউবা, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, গিনি, গিনি-বিসাউ, কিরগিজস্তান, মালাউই, মৌরিতানিয়া, নামিবিয়া, নেপাল, নাইজেরিয়া, সাও টোমে ও প্রিন্সিপে, সেনেগাল, তাজিকিস্তান, তানজানিয়া, টোগো, টোঙ্গা, তুর্কমেনিস্তান, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে।

এসব দেশের জন্য বন্ডের কার্যকারিতা ২০২৫ বা ২০২৬ সালের নির্ধারিত বিভিন্ন তারিখ থেকে শুরু হবে।

করপোরেটনিউজ২৪/ এইচএইচ

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html