EMail: corporatenews100@gmail.com
দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি: সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নে ডা: সানাউল্লাহ – রাউশন মেডিকেল সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। খাগরিয়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় ৯ জানুয়ারি নতুন চর খাগরিয়ার আল্লামা শাহ আহমদ উল্লাহ (র) এর বাড়ি সংলগ্ন সেন্টারের কার্যালয় উদ্বোধন করা হয়।
সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাওলানা মোহাম্মদ সোহাইল উল্লাহর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, সেন্টারের প্রতিষ্টাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী ডা: সানাউল্লাহ। উদ্বোধক ছিলেন, সেন্টারের ভাইস -চেয়ারম্যান মিসেস রাউশন পারভিন সামা। এতে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী আবুল কাসেম।

অনুষ্টানে ডা: ইব্রাহিম, ডা: আবদুল্লাহ শাহরিয়ার ও ডা: তানভীর এর তত্ত্বাবধানে তিন শতাধিক রোগীর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
নুর হাবিব ফাউন্ডেশনের ব্যবস্থাপক জাবিদ আহসান হাবিবের পক্ষ হতে রোগীদেরকে বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে চিকিৎসা বিষয়ক কার্যক্রম যে একটি মহৎ ইবাদত , তার ওপর ব্যাখ্যা দিয়ে মুনাজাত পরিচালনা করেন, দরবারে ফারুকী ইংল্যান্ডের প্রধান খলিফা শাহ মাওলানা মুহাম্মদ মুজাহেরুল কাদের ফারুকী।
তাছাড়া চিকিৎসা সেবা প্রদানকালে খাগরিয়া ব্লাড ব্যাংকের কর্মকর্তা,সদস্যবৃন্দ ছাড়াও মেডিকেল শিক্ষার্থী হাফেজ সাবিত, তামীম, হাম্মাদ , ফরহাদ রাউদাতুল উলুম আহমদিয়া এতিমখানার সভাপতি হাজী আহমদ কবির, আল্লামা শাহ আহমদ উল্লাহর নাতী নেয়ামত উল্লাহ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে সুলভ মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি
করপোরেট নিউজ২৪/ জিএন, এইচএইচ