EMail: corporatenews100@gmail.com
চাটগাঁর সংবাদ সম্পাদকের সততার পরিচয়
চট্টগ্রামের অন্যতম সংবাদপত্র চাটগাঁর সংবাদ সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সততায় এক গৃহবধূ ফিরে পেল হারানো মোবাইল সেট। আগ্রাবাদ দাইয়া পাড়ার বাসিন্দা আয়শা আক্তার স্বামী মো. আসিফ গত ১২ জানুয়ারি রাতে নগরীর আগ্রাবাদে একটি ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশায় মোবাইল সেট ( হাওয়াই টেন এক্স) রেখে ভুলবশত: বাসায় চলে যান।
পরবর্তীতে সেই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন চাটগাঁর সংবাদ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। তিনি সিএনজিতে সেই ফোন সেটটি পান এবং মালিকের সাথে যোগাযোগ করেন। তিনি জানান, রেডিসন ব্লু হোটেল ও স্টেডিয়ামের সম্মুখস্থ শহীদ সাইফুদ্দিন খালেদ সড়কে একটি সিএনজিতে ওঠার সময় মোবাইল ফোনটি পান।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটে নুরুল আবছার চৌধুরীর কাছ থেকে আয়শা আক্তার তাঁর হারানো মোবাইল ফোনটি বুঝে নেন। এ সময় তিনি একটি প্রাপ্তি স্বীকারোক্তিমূলক বিবৃতি প্রদান করে কতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে চাটগাঁর সংবাদ সম্পাদকও প্রকৃত মালিকের হাতে গাড়িতে পাওয়া ফোন ফেরত দিতে পারায় শোকরিয়া জ্ঞাপন করেন।
এদিকে নুরুল আবছার চৌধুরী জানান, এর আগে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে স্টেশন রোড এলাকায় তাঁর নিজস্ব একটি মোবাইল ফোন অজান্তে হারিয়ে যায়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ কারণে ভবিষ্যতের স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করতে তিনি কোতোয়ালি থানায় একটি ডায়েরি করেছেন।
চাস/চট্টগ্রামের খবর/জিএন