USA news 24/7
Stay Ahead with the Latest in Business

স্মরণ : বৃটিশ বিরোধী আন্দোলনের কারাবরণকারী, শিক্ষক নেতা আলহাজ্ব মৌলভী ছৈয়দ ছোলতান আহমদ

মরহুমের ৫৬তম মৃত্যু বার্ষিকী ১৭ জানুয়ারি ২০২৬

0

বৃটিশ শাসক গোষ্ঠীর রোষানলে পড়ে যারা সমগ্র জীবন-যৌবনে নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন তাদের মধ্যে মরহুম আলহাজ্ব মৌলভী ছৈয়দ ছোলতান আহমদ ছিলেন অন্যতম। তিনি পিতৃপুরুষের ধন সম্পদ যা কি ছিল তাও আবার বিলিয়েছেন দেশের শিক্ষা বিস্তার ও শিক্ষকদের আন্দোলনের পেছনে। মৌলভী ছৈয়দ ছোলতান আহমদ বৃটিশের নানা উপাধি গ্রহণতো দূরের কথা তাদের পোশাক পরিচ্ছেদও পছন্দ করতেন না। তাঁর মত প্রকৃত দেশ প্রেমিক নাগরিক, শিক্ষকনেতা ও সুসংগঠক বর্তমান সমাজে বিরল। ১৯৭০ সালের ১৭ জানুয়ারি ৬৮ বৎসর বয়সে তিনি চিরনিদ্রায় শায়িত হন।

আলহাজ্ব মৌলভী ছৈয়দ ছোলতান আহমদ ১৯০২ সালের ১৪ এপ্রিল সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া গ্রামের ছৈয়দ বাড়ীতে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন তৎকালীন খেলাফত আন্দোলনের একনিষ্ঠ কর্মী মরহুম আলহাজ্ব মওলানা ছৈয়দ আলিম উল্লাহ শাহ্। যিনি মিয়ানমারের আরাকানে ইসলামের প্রচার ও প্রসারে নিয়োজিত ছিলেন। তার মায়ের নাম লতিফা খাতুন।
ছৈয়দ ছোলতান একদিকে বৃটিশের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের কারাবরণকারী নেতা অন্যদিকে সর্বত্র প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ ও শিক্ষক সমাজের সুযোগ সুবিধা ও দাবী আদায়ের লক্ষে সারাজীবন সংগ্রাম করেছেন। এ জন্য নিপীড়িত নিগৃহীত ও নির্যাতিত হয়েছেন। তাছাড়া তিনি নিরলস পরিশ্রমী সফল সংগঠক ও সমাজসেবী ছিলেন।

ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানি, কদমমোবারক এতিমখানার প্রতিষ্ঠাতা মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ও মহাকবি ইসমাইল হোসেন সিরাজীর নির্দেশে তিনি শিক্ষকতাকে ব্রত হিসেবে গ্রহণ করেন। মরহুম মৌলভী ছৈয়দ ছোলতান আহমদ ১৯২৭ সালে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষক সমিতি গঠন করেন ও এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এরপর থেকে তাঁর চিন্তা শুরু হয় সমগ্র উপমহাদেশের শিক্ষকদের কল্যাণের লক্ষ্যে শিক্ষকদের সংগঠিত করার জন্য। ১৯৩২ সাল। কোলকাতায় অলইন্ডিয়া কংগ্রেসের সম্মেলনে যোগদেন। সম্মেলনের এক সময়ে পূর্ব পরিকল্পনা মত শিক্ষকের নিয়ে সমাবেশ করেন এবং নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি গঠন করেন। সমাবেশ শেষে সর্ব সম্মতিক্রমে শেরে বাংলা এ, কে, ফজলুল হক সভাপতি, স্যার আজিজুল হক সহসভাপতি ও মরহুম মৌলভী ছৈয়দ ছোলতান আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও পাশ্ববর্তী রাজ্য সমূহে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি আজও সক্রিয় ও জনপ্রিয় সংগঠন। এবার শিক্ষকদের নিয়ে তার স্বপ্ন জাতীয় পর্যায়ে বাস্তবায়নের দিকে পা বাড়ায়। শিক্ষক সমিতির ব্যানারে সংগঠিত হয়ে জাতীয় পর্যায়ে উপমহাদেশের শিক্ষক সমাজের নিকট নিজেদের সমস্যা চিহ্নিত ও সমাধানের উপায় নির্ধারণ ও শিক্ষা প্রদানের ক্ষেত্রে সরকারী পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মরহুম ছৈয়দ ছোলতান ১৯২৬ সালে নিজ গ্রামে মাদার্শা সোনাকানিয়া প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি দীর্ঘদিন এ স্কুলের প্রধান শিক্ষকের পদও অলংকৃত করেন। ১৯৬৪ ও ১৯৫১ সালে তিনি দেশব্যাপী (তৎকালীন পূবর্ পাকিস্তান) ধর্মঘটে নেতৃত্ব দেন। ঐসময়ে বৃহত্তম চট্টগ্রাম জেলার ৭ লাখ শিক্ষককে পাকিস্তান সরকার অযোগ্য ঘোষণা দিয়ে চাকরি থেকে বাদ দেয়ার চেষ্টা করে। তার নেতৃত্বে কঠোর শিক্ষক আন্দোলনের ফলে সরকার পিছু হটতে বাধ্য হয় এবং সকলকে চাকরিতে পুনর্বহাল করেন। পাকিস্তান সরকার শিক্ষকদের ছাঁটাই, দক্ষতা পরীক্ষা গ্রহণসহ অনেক নির্যাতন করেছে। তিনি সমগ্র জীবন প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও শিক্ষকদের কল্যাণে দিনরাত পরিশ্রম করেন। বর্তমানে তার তুলনা বিরল।

তিনি ১৯৪৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৫০ সালে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও জেলা স্কুল বোর্ডের সদস্য নির্বাচিত হন।তিনি ১৯৫২ সালে চট্টগ্রামে পূর্ব পাকিস্তান প্রাথমিক শিক্ষক সম্মেলন আহবান করেন। যার উদ্বোধক ছিলেন শেরে বাংলা এ, কে, ফজলুল হক।

১৯৫১ ও ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনের স্বপক্ষে দেশব্যাপী শিক্ষক সমাজের মাঝে ব্যাপক প্রচারণা চালান ও ভাষা আন্দোলনের বিভিন্ন সভা ও সমাবেশে যোগদেন।

একদিকে শিক্ষকদের নিয়ে আন্দোলন অন্যদিকে দেশ প্রেমিক রাজনীতিক হওয়ায় বৃটিশ সরকারের বদ নজরে ছিলেন তিনি। ১৯৪৪-৪৫ সালে মওলানা ইসলামাবাদী, নেতাজী সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে ভারতের স্বাধীনতার লক্ষ্যে এক গোপন প্রবাসী সরকার গঠিত হয়। মৌলভী ছৈয়দ ছোলতান আহমদ ছিলেন এই গোপন সরকারে প্রাদেশিক মন্ত্রীসভার একজন সদস্য। আবার, আজাদ হিন্দ ফৌজের বিপ্লবী কমিটিরও নেতৃত্ব দেন। এসব কারণে বৃটিশ সরকারের রোষানলে পড়ে ১৯৪৪ সালে তাকে ১০ মাস কলিকাতা ও রংপুরে কারাবরণ করতে হয়।

পরবর্তীতেও দীর্ঘকাল তাকে গৃহ থেকে দূরে থাকতে হয়েছে শিক্ষকদের দাবী ও রাজনীতির কারণে। তিনি নিখিল বঙ্গ কংগ্রেস, জমিয়তে ওলামা ও কৃষক প্রজা পার্টির অন্যতম সংগঠক ছিলেন। চট্টগ্রাম কদম মোবারক মুসলিম এতিমখানা, সাতকানিয়া সরকারী কলেজ, দেওদীঘি হাইস্কুল, মির্জাখীল হাইস্কুল প্রতিষ্ঠায় সক্রিয় অংশ নেন। তিনি চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষক সমবায় সমিতি, ফকির মাওলানা হাঙ্গর খাল সমবায় সেচ সমিতি, সোনাকানিয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি ও বাংলাদেশ (পূর্ব পাকিস্তান) সমাজ কল্যাণ সমিতি (বিএসকেএস) গঠন করেন। দেশ, মাটি ও মানুষের প্রতি কল্যাণ সাধন ছিল তার জীবনের মূল লক্ষ্য। সারাজীবন খদ্দের কাপড় পরিধান করতেন তিনি। দেশীয় খদ্দর কাপড় ছাড়া কখনও বিদেশী কাপড় পরিধান করতেন না।

১৯৪৬ সালে সংসদ নির্বাচনে বৃহত্তম সাতকানিয়া আসন থেকে মনোনয়ন পত্র পেশ করেন কিন্তু কংগ্রেস এর কেন্দ্রীয় নেতাদের নির্দেশে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন এবং পটিয়া আসনের প্রার্থী মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর পক্ষে নির্বাচনী কাজে যোগ দেন। ১৯৪৭ সালে তিনি পবিত্র হজ্ব আদায় করেন। মরহুম আলহাজ্ব মৌলভী ছৈয়দ ছোলতান আহমদ ৩ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন। ১ম পুত্র মরহুম মুফতী ছৈয়দ মোস্তফা কামাল এশিয়া টাঙ্গাইলস্থ মওলানা ভাসানী প্রতিষ্ঠিত সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক রেক্টর ( বর্তমানে যেটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) , ২য় পুত্র মরহুম সাংবাদিক ছৈয়দ মোস্তফা জামাল ও ৩য় পুত্র ছৈয়দ মোস্তফা আইয়ুব একজন অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক। কন্যা মরহুমা দিলু খাতুন গৃহিনী ছিলেন।

শিক্ষকতা ও রাজনীতির পাশাপাশি মরহুম আলহাজ্ব মৌলভী ছৈয়দ ছোলতান আহমদ কলকাতা, রেঙ্গুন ও ঢাকার পত্রিকায় নিয়মিত সংবাদ পাঠাতেন। ১৯৭০ সালের ১৭ ই জানুয়ারি নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। সাতকানিয়ার সোনাকানিয়া গ্রামের ছৈয়দ ছোলতান পাড়াস্থ মনজিলের দরগাহ নামকস্থানে আল্লামা শরফুদ্দিন কাতাল পীর (রঃ) মাজার সংলগ্নে তাকে সমাহিত করা হয়।

বংশ পরস্পরায় আলহাজ্ব মৌলভী ছৈয়দ ছোলতান আহমদও তার পূর্ব পুরুষদের ন্যায় আল্লামা শরফুদ্দিন কাতালপীর(র.) এর দরগাহের আজীবন মোতোয়াল্লী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৭ জানুয়ারি ২০২৬। মরহুমের ৫৬তম মৃত্যু বার্ষিকীতে তাঁর রুহের মাগফেরাত কামনা করি। আল্লাহতায়ালা তাকে সার্বিক ক্ষমা ও বেহেস্ত নসিব করুন, আমিন।

লেখক : সৈয়দ গোলাম নবী, চট্টগ্রাম।

 

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html