Company News 24
Stay Ahead with the Latest in Business

আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড বাংলাদেশের স্বর্ণপদক জয়ে অভিনন্দন নাহিদ ইসলামের

0

ঢাকা : আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড (আইওআই)-এ বাংলাদেশের জন্য স্বর্ণপদক জিতে নতুন ইতিহাস গড়ায় দেবজ্যোতি দাস সৌম্য এবং বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের তরুণ মেধাবীদের এই সাফল্য আন্তর্জাতিকভাবে দেশের সম্মান বাড়িয়েছে এবং তিনি এতে অত্যন্ত আনন্দিত।

শুক্রবার(৬ সেপ্টেম্বর, ২০২৪) তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেন, এই অর্জন প্রমাণ করে যে বাংলাদেশের তরুণরা তথ্যপ্রযুক্তিতে দক্ষ এবং উচ্চ আগ্রহী। তিনি বাংলাদেশ দল দেশে ফেরার পর তাদের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছাও প্রকাশ করেন।

গতকাল প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, দেবজ্যোতি দাস সৌম্য স্বর্ণপদক জিতেছেন, যা ২০০৪ সালের পর এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম স্বর্ণজয়। এছাড়া, জারিফ রহমান এবং আকিব আজমাইন তুর্য বাংলাদেশের জন্য দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।

উল্লেখ্য, আইওআই হল বিশ্বব্যাপী হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ইনফরমেটিক্স প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রোগ্রামিং করে চ্যালেঞ্জিং সমস্যার সমাধান করে। আইওআই’র বিজয়ীদের পৃথিবীর সেরা তরুণ কম্পিউটার বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়।(বাসস)

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html