Company News 24
Stay Ahead with the Latest in Business

সাবমেরিন ক্যাবলস ১৬৬ কোটি টাকার শেয়ার ইস্যু করবে

0

করপোরেট নিউজ ২৪:  শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ১৬৬ কোটি টাকার শেয়ার ইস্যু করবে। সরকারের শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে কোম্পানিটি ২ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ইস্যু করবে, যার প্রতি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা। এতে ১০ টাকার অভিহিত মূল্যের সাথে ৬৫ টাকা প্রিমিয়াম যোগ করা হবে।

গত ১০ সেপ্টেম্বর বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২০তম কমিশন সভায় এই শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়।

ইস্যুকৃত শেয়ার বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের অনুকূলে বরাদ্দ করা হবে।

কনি/মনির

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html