USA news 24/7
Stay Ahead with the Latest in Business

১ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬

0

আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। মাসব্যাপী এই মেলাটি অনুষ্ঠিত হবে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি)-এ।

উদ্বোধনী দিনে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইপিবি জানিয়েছে, এবারের মেলার অন্যতম বিশেষ আকর্ষণ হবে ‘বাংলাদেশ স্কয়ার’, যেখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক সম্পর্কে জানতে পারবেন। মেলাটি যৌথভাবে আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

এবারের মেলায় দেশি ও বিদেশি মিলিয়ে ৩৫০টিরও বেশি স্টল ও প্যাভিলিয়ন অংশগ্রহণ করবে। ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের ব্যবসায়িক প্রতিনিধিদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

দর্শনার্থীদের সুবিধার জন্য থাকছে ই-টিকিটিং ব্যবস্থা, যেখানে প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে দুটি শিশুপার্ক।

উল্লেখ্য, মেলার নাম পরিবর্তনের আগের সিদ্ধান্ত বাতিল হওয়ায় এবছরও মেলাটি ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ নামেই অনুষ্ঠিত হবে। ২০২২ সাল থেকে নিয়মিতভাবে এই মেলা পূর্বাচলের বিবিসিএফইসি প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে।

করপোরেটনিউজ/এসজিএন

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html