USA news 24/7
Stay Ahead with the Latest in Business

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ

0

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি এসেছে। ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মাধ্যমে দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য রেকর্ড হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন এই মূল্য বুধবার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে, যা অনুযায়ী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বর্ণ বিক্রি করা হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি)

২২ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।

রুপার দামও বেড়েছে

স্বর্ণের পাশাপাশি রুপার দামেও বৃদ্ধি এসেছে। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।

রুপার নতুন দাম অনুযায়ী—

২২ ক্যারেট: ৫ হাজার ১৩২ টাকা

২১ ক্যারেট: ৪ হাজার ৮৯৯ টাকা

১৮ ক্যারেট: ৪ হাজার ১৯৯ টাকা

সনাতন পদ্ধতি: ৩ হাজার ১৪৯ টাকা

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html