Company News 24
Stay Ahead with the Latest in Business

শিক্ষার্থী ও সেনাবাহিনী সদস্যদের ওপর হামলার ঘটনায় ৩৮৮ আনসার কারাগারে

0

ঢাকা : সচিবালয় অবরুদ্ধ করে শিক্ষার্থী ও সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা, সচিবালয়ে  ভাংচুর মামলায় গ্রেফতার ৩৮৮ জন আনসারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রাজধানীর রমনা, শাহবাগ, পল্টন ও বিমানবন্দর থানার পৃথক চার মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।

সোমবার(২৬ আগস্ট ২০২৪) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, শাহবাগ থানার মামলায় গ্রেফতার ১৮৯ জন, রমনা থানার মামলায় ৯৮ জন, পল্টন থানার মামলায় ৯৫ জন ও বিমানবন্দর থানার মামলায় গ্রেফতার দেখানো ৬ জন আনসার সদস্যকে আদালতে হাজির  করা হয়।

এ চার থানার মামলায় অন্তত ৪২৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়াও অন্তত তিন-হাজার অজ্ঞাতনামা আনসার সদস্যদের আসামি করা হয়েছে। (বাসস)

Leave A Reply

Your email address will not be published.

google-site-verification=1ANNK1RMHaj1Iw7yR8eRAr3R5K-aLbxTqN87o-pnte8 google-site-verification: google05340dd170c353ef.html